ওরা কীসের তৈরী

ওরা কীসের তৈরী



ওরা মাংসের তৈরি

মাংস?”

হ্যাঁমাংস। ওরা মাংসের তৈরি


মাংস?”

কোনো সন্দেহ নেই। আমরা গ্রহটির ভিন্ন ভিন্ন অংশ থেকে ওদের বেশ কয়েকজনকে আমাদের জরিপ জাহাজে তুলে এনেছি এবং সব ধরনের পরীক্ষানিরীক্ষা করে দেখেছি। ওরা পুরোটাই মাংস।

অসম্ভব! তাহলে রেডিও বার্তাগুলো কোত্থেকে আসলোমহাশূন্যে যেগুলো পাঠানো হয়েছিল?”

ওরা রেডিও তরঙ্গ ব্যবহার করে বার্তা পাঠিয়েছিলকিন্তু ঐ সংকেতগুলো ওদের কাছ থেকে আসছিল না। সেগুলো এসেছিল কিছু যন্ত্র থেকে।

তোসেই যন্ত্রগুলো কে বানালোতাদের সাথেই তো আমরা যোগাযোগ করতে চাই।

ওরাই যন্ত্রগুলো বানিয়েছে। এটাই তোমাকে বুঝানোর চেষ্টা করছি। মাংসগুলোই যন্ত্র বানিয়েছে।

কী হাস্যকর! মাংস কী করে যন্ত্র তৈরি করতে পারেতুমি আমাকে বুদ্ধিমান মাংসের গপ্পো বিশ্বাস করতে বলছো?”

আমি বিশ্বাস করতে বলছি নাআমি জানাচ্ছি। এই জীবগুলোই ঐ পুরো অঞ্চলের একমাত্র বুদ্ধিমান প্রজাতি এবং ওরা মাংসের তৈরি।

হয়তো ওরা ওরফোলেইদের মতো। এদেরকে তো তুমি চেনোএরা কার্বন-নির্ভর বুদ্ধিমান জীব যারা জীবনে একটি মাংসীয় পর্যায় পার করে।

না। ওরা মাংস হয়েই জন্মে এবং মাংস হয়েই মরে। আমরা ওদেরকে কয়েক প্রজন্ম ধরে পরীক্ষা করেছিখুব একটা বেশি সময় লাগেনি। মাংসের জীবনকাল কতো- এই ব্যাপারে তোমার কি কোনো ধারণা আছে?”

জানতে চাইও নাআমায় মাফ করো। আচ্ছাএমন তো হতে পারে যে- ওরা আংশিক মাংস। অনেকটা হয়তো ওয়েড্ডেলেইদের মতো। মাংসের মাথা কিন্তু ভেতরে একটি ইলেকট্রন প্লাজমার মস্তিষ্ক।

না। যেহেতু ওয়েড্ডেলেইদের মতো ওদের মাথাও মাংসেরসেহেতু আমরাও সম্ভাবনাটুকু খতিয়ে দেখেছি। কিন্তুতোমাকে আগেই বলেছিআমরা বেশ ভালোমতোই ওদের পরীক্ষা করেছি। মাথার ভেতরেও পুরোটাই মাংস।

তাহলে মস্তিষ্ক নেই?”

আরেমস্তিষ্ক ঠিকই আছে। শুধু ব্যাপার হলো যেমস্তিষ্কও মাংসের তৈরি। এটাই তো তোমাকে এতক্ষণ বুঝানোর চেষ্টা করছি।

তো… চিন্তাভাবনা করে কী দিয়ে?”

তুমি ইচ্ছে করে বুঝার চেষ্টা করছো নাতাই নাআমি যা বলছি তা বারবার তুমি এড়িয়ে যাচ্ছো। ঐ মস্তিষ্ক দিয়েই ওরা চিন্তাভাবনা করে। ঐ মাংস দিয়েই।

চিন্তাশীল মাংস! তুমি আমাকে চিন্তাশীল মাংসের কথা বিশ্বাস করতে বলছো?”

হ্যাঁচিন্তাশীল মাংস! সচেতন মাংস! স্নেহশীল মাংস! স্বপ্নবান মাংস! পুরো জিনিসটাই মাংস! তুমি কি পুরো চিত্রটা ধরতে পেরেছো নাকি আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে?”

হায় ঈশ্বর! তুমি তাহলে সত্যিই সিরিয়াস। ওরা মাংসের তৈরি।

যাকঅবশেষে! হ্যাঁওরা আসলেই মাংসের তৈরি। এবং ওদের সময়ের প্রায় একশ’ বছর ধরে ওরা আমাদের সাথে যোগাযোগের চেষ্টা করে আসছিল।

হায় ঈশ্বর! তো এই মাংসগুলো কী চায়?”

প্রথমে ওরা আমাদের সাথে কথা বলতে চায়। ধারণা করিএরপর হয়তো মহাবিশ্ব অন্বেষণে যেতে চায়অন্যান্য বুদ্ধিমান জীবের সাথে যোগাযোগ করতে চায়তথ্য ও তত্ত্ব আদানপ্রদান করতে চায়। এইধরনের স্বাভাবিক ব্যাপারস্যাপার।

আমরা মাংসের সাথে কথা বলবো?”

সেটাই তো ওরা চায়। সেই বার্তাই ওরা রেডিওর মাধ্যমে প্রচার করছে। হ্যালো। কেউ কি আছোকেউ কি শুনছো?’- এই ধরনের ব্যাপারস্যাপার।

ওরা তাহলে সত্যিই কথা বলে। ওরা কি শব্দধারণা ইত্যাদি ব্যবহার করে?”

অবশ্যই। তবে সবই করে মাংস দিয়ে।

তুমি তো সবে বললে যে ওরা রেডিও ব্যবহার করে কথা বলে।

তা তো ব্যবহার করেইকিন্তু সেই রেডিও বার্তায় কী থাকে বলে তোমার ধারণামাংসের ধ্বনি। মাংসে মাংসে ঝাপটা দিলে কী ধরনের ধ্বনি সৃষ্টি হয়- তা তো তুমি চেনোইতাই নাওরা নিজেদের মাংসে মাংসে ঝাপটা দিয়ে দিয়ে কথা বলে। ওরা এমনকি তাদের মাংসের মধ্য দিয়ে সজোরে বাতাস বের করে গাইতেও পারে।

হায় ঈশ্বর! গায়ক মাংস! এতো কিছু একসাথে গ্রহণ করা কঠিন। …. তোএদের ব্যাপারে তোমার পরামর্শ কী?”

আনুষ্ঠানিক পরামর্শনাকি অনানুষ্ঠানিক?”

দুটোই।

আনুষ্ঠানিকভাবেআমাদের কাজ হলো সব ধরনের সংস্কারভয়ভীতি কিংবা পক্ষপাত একপাশে সরিয়ে রেখে মহাবিশ্বের এই অংশের যে কোনো বুদ্ধিমান প্রজাতি বা স্বত্বার সঙ্গে যোগাযোগ করা এবং আমাদের তথ্যকেন্দ্রে ওদের ব্যাপারে তথ্য ঢুকিয়ে নেয়া। কিন্তু আমার অনানুষ্ঠানিক পরামর্শ হলো: আমরা ওদের সব তথ্য মুছে দিয়ে পুরো ব্যাপারটাই ভুলে যাই।

আমি আশা করছিলামতুমি এমনটাই বলবে।

কথাটা রূঢ় শোনাচ্ছেকিন্তু সবকিছুর একটা সীমা আছে। আমাদেরকে কি শেষমেশ মাংসের মাংসের সাথে যোগাযোগ করতে হবে?”

আমি শতভাগ একমত। কী বলবো আমরা ওদেরকে? ‘হ্যালোমাংস। কেমন চলছে সবকিছু?’ কিন্তু আমাদের বুদ্ধিটা কি কাজ করবেএখানে কটা গ্রহ নিয়ে যুঝতে হচ্ছে আমাদের?”

কেবল একটাই। ওরা বিশেষ মাংসের কৌটায় করে অন্য গ্রহে যেতে পারেকিন্তু সেখানে বাস করতে পারে না। এবং মাংস হওয়ার কারণেওরা শুধুমাত্র সি স্পেসের মধ্য দিয়ে ভ্রমণ করতে পারেযা ওদেরকে আলোর গতিসীমার মধ্যে বেঁধে রাখে। যার ফলেঅন্য বুদ্ধিমান জাতির সঙ্গে যোগাযোগের সম্ভাবনাও খুবই কম। সত্যি বলতেএকেবারেই নগণ্য।

তোআমরা এমন ভাব দেখাবো যেন মহাবিশ্বে আর কেউই নেই?”

হ্যাঁঠিক তাই।

কী নিষ্ঠুর! কিন্তু তুমি নিজেই বলেছোকে-ই বা মাংসের সাথে সাক্ষাৎ করতে চাইবেআর যে মাংসগুলোকে জাহাজে তুলে এনে পরীক্ষা করা হয়েছেতাদের কী হবেতুমি কি নিশ্চিত যে ওরা সবকিছু ভুলে যাবে?”

মনে পড়লেই বা কী আসে যায়তখন পাগল বলেই গণ্য হবে। আমরা ওদের মাথায় ঢুকে ওখানকার মাংসগুলো ঠিকঠাক করে দিয়েছি। আমরা ওদের কাছে এখন কেবলই একটা স্বপ্ন।

মাংসের স্বপ্ন! কেমন অদ্ভুতভাবে জুতসই ব্যাপার যে আমাদেরকে শেষমেশ মাংসের স্বপ্ন হতে হলো।

এবং আমরা পুরো অঞ্চলটিকে অনধিকৃত হিশেবে চিহ্নিত করে দিয়েছি।

ঠিক আছে। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে মামলা খতম। আচ্ছাআর কেউ কি আছেছায়াপথের এই প্রান্তে কৌতূহলোদ্দীপক কোনো জাতির খোঁজ মিলেছে?”

হ্যাঁগ৪৪৫ মণ্ডলের নবম শ্রেণীর নক্ষত্রের একটি খুবই লাজুক কিন্তু মিষ্টি হাইড্রোজেন-কেন্দ্রিক গুচ্ছ-বুদ্ধিমত্তা রয়েছে। দুই ছায়াপথীয় আবর্তনকাল পূর্বে যোগাযোগ করেছিলএরা আবার বন্ধুত্ব করতে চায়।

এরা সবসময়ই ফিরে আসে।

এবং ফিরবে না-ই বা কেনএকবার চিন্তা করে দেখোএই মহাবিশ্বটা কেমন অকথ্য ও অসহ্য-রকমের বিষাদময় হতো যদি আমরা একদম একলা হতাম…”

 


লিখেছেনঃ

আব্দুল আল কাইয়ুম মিম
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ

2 comments:

  1. ওরা কীসের তৈরি নামের বিজ্ঞান কল্পকাহিনী একটা লেখকের নকল করে লিখা হয়েছে।
    লেখকের নাম: টেরি বাইসন।
    এই শিক্ষার্থীকে পুরস্কার দেয়া খুবই অন্যায় হয়েছে

    ReplyDelete

Theme images by dino4. Powered by Blogger.