বৈজ্ঞানিক কল্পকাহিনী ও ফিচার লেখা প্রতিযোগিতা



তুমি কি বিজ্ঞান বিষয়ে আগ্রহী?
কল্পনাতে ছাড়িয়ে যেতে চাও বিজ্ঞানকে?
তাহলে এই অবসরে আজই আমাদের লিখে পাঠাও তোমার বৈজ্ঞানিক কল্পকাহিনী বা ফিচার।
প্রতিটি বিভাগ ও বিষয়ের সেরা মোট ৪ বৈজ্ঞানিক কল্পকাহিনী ও বৈজ্ঞানিক ফিচার লেখকের জন্য থাকছে পুরষ্কার বই ও সার্টিফিকেট,পাশাপাশি Digital Ride এর পক্ষ থেকে গিফট হ্যাম্পার...
এছাড়া প্রতিটি বিভাগের ১ম ও ২য় রানার আপ লেখকের জন্য থাকছে সার্টিফিকেট। মোট সার্টিফিকেট থাকছে ১২ জনের জন্য। আর এই ১২ জন পাচ্ছে HijiBiji Big-জ্ঞান এর Website এ ভবিষ্যতে লেখালেখির সুযোগ।
আর অংশগ্রহণকারী সবার জন্য থাকছে পার্টিসিপেন্ট সার্টিফিকেট।
এছাড়া সেরা ২০ টি বৈজ্ঞানিক কল্পকাহিনী ও ফিচার প্রকাশ করা হবে “হিজিবিজি Big-জ্ঞান” এর ওয়েবসাইট থেকে।
লেখা পাঠানোর নিয়ম:
প্রতিযোগিতা হবে দুইটি বিভাগে।
• ক বিভাগ (ষষ্ঠ-অষ্টম শ্রেণি)
• খ বিভাগ (নবম-দশম শ্রেণি)
প্রতিযোগিতা হবে দুইটি বিষয়ে।
১)বৈজ্ঞানিক কল্পকাহিনী
২)বৈজ্ঞানিক/গাণিতিক ফিচার
বৈজ্ঞানিক কল্পকাহিনী ৫০০-১০০০ শব্দ এবং বৈজ্ঞানিক ফিচার সর্বোচ্চ ৫০০ শব্দের ভিতর লিখতে হবে।
লেখা পাঠানোর শেষ তারিখ ১০ জুন, ২০২০।
Pdf, Docs,image অথবা সরাসরি text আকারে লিখেও পাঠাতে পারো।
লেখার সঙ্গে অবশ্যই তোমার নাম,ক্লাস,স্কুল/কলেজ,যোগাযোগের জন্য মোবাইল নাম্বার এবং পূর্ণ ঠিকানা উল্লেখ করতে হবে।
লেখা পাঠাতে হবে এই ইমেইল ঠিকানায়ঃ
hijibijirocket@gmail.com
অথবা
এই Google Form টি ব্যবহার করে।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScErIceQWBKB7qeGrnb7GFPFDKVDiR9_VkfijpgHgQwiH0YsA/viewform
ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখঃ ২০ জুন,২০২০

No comments

Theme images by dino4. Powered by Blogger.