মারা গেলেন বাংলাদসেহ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি জামিলুর রেজা চৌধুরী



বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি সর্বজনশ্রদ্ধেয় প্রফেসর জামিলুর রেজা চৌধুরি স্যার আর নেই। ২০২০ সালের ২৮  এপ্রিল ভোররাতে স্কয়ার হাসপাতালে ৭৭ বছর বয়সে তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। এতে গণিত অলিম্পিয়াড পরিবার একজন অভিভাবক হারালো, দেশ হারালো একজন আপাদমস্তক ভালো মানুষকে।

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর জন্ম ১৯৪৩ সালে, সিলেটে

২০০১ সালের নিউওরণে অণুরণ কিংবা ২০০৩ সালের দেশের প্রথম জাতীয় গণিত অলিম্পিয়াড,সব জায়গাতেই ছিল এই জ্ঞানী মানুষের ছোয়া।


এই মানুষটিই গণিত অলিম্পিয়ান্ডের ভলান্টিয়ারিদ্বের নাম রাখেন মুভারসঅর্থাত্‌ ম্যাথমেটিক্স অলিম্পিয়াড ভলান্টিয়ারস'

বিজ্ঞান চিন্তাকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেছিলেন,
তার স্বপ্ন, ২০৩০ সালের ভেতরে কোলো একজন বাংলাদেশি বিজ্ঞানের যেকোনো শাখায় নোবেল পদক পাবেন।
তার এই স্বপ্ন যদি পূরণও হয়,তবুও তিনি তা আর দেখতে পারবেন না।

বাংলাদেশে তিনিই প্রথম কম্পিউটারভিত্তিক পড়াশোনা করার উদ্যোগ নিয়েছিলেন১৯৭৬ সালে তিনি বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট)এর অধ্যাপক হিসেবে নিযোগ পান। ২০০১সাল পর্যন্ত বুয়েটে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনেরসফটওয়্যার রফতানি এবং আইটি সার্ভিস রপ্তানী-সংক্রান্ত টাস্ক ফোর্সের চেয়ারম্যান ছিলেন ১৯৯৭ থেকে২০০২ সাল পর্যন্ত।

 তিনি প্রধানমন্ত্রীর আইসিটি টাঙ্কফ্র্সের একজন সদস্য।দেশে-বিদেশে বিভিন্নঅবদানের জন্য সমাদৃত জামিলুর রেজা চৌধুরীর ৬৫টি গবেষণা-প্রবন্ধ রয়েছে।

তিনি দেশের সর্বোচ্চ পদক একুশে পদকে ভূষীত।এছাড়াও শেলটেক পুরফ্কার (২০১০), বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন স্বর্ণপদক ১৯৯৮) সহ দেশ –বিদেশে নানা সম্মানী পুরষ্কার পেয়েছেন।

২০১৮ সালের ১৯ জুন বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছিল।

বছর বয়সে তার এই মৃত্যুতে সবাহ আজ শোকাহত।

No comments

Theme images by dino4. Powered by Blogger.